আজ সন্ধ্যায় ফুলবাড়িগেটে ৪ জন কুয়েট শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি নেতা বকুলের সন্ত্রাসীরা। হামলার সময় তারা শিক্ষার্থীদের মারধর করতে করতে জিজ্ঞাসা করে—
১৮ ফেব্রুয়ারির হামলার প্রসঙ্গ টেনে:
"কুয়েট ভিসিকে কেন নামিয়েছিলে?"
প্রায় ১০-১২ জন সন্ত্রাসী অতর্কিতভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে আবারও রক্তাক্ত করে।
বর্তমানে খুলনায় চলছে সন্ত্রাসীদের নির্লজ্জ উৎসব। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে; কোনো বিচার বা পদক্ষেপ দেখা যাচ্ছে না।
লজ্জার বিষয় হলো, হামলার সময় কুয়েটের মেইন গেটে পুলিশ মোতায়েন ছিল কিন্তু সন্ত্রাসীরা এগুলো তোয়াক্কাই করেনি। কারণ, হামলাকারীদের পেছনে রয়েছে টেন্ডারবাজ নেতাদের অদৃশ্য শক্তির ছায়া।
দুইবার হামলা হওয়ার পরও কি হামলাকারীরা গ্রেপ্তার হবে না?
আর কতবার কুয়েট শিক্ষার্থীদের রক্ত ঝরবে?
সর্বশেষ আপডেট পেতে যুক্ত থাকুন কুয়েট ১৯-এর অফিসিয়াল ফেসবুক পেজের সাথে।