ছাত্রদল ক্যাডারদের বর্বর হামলার দুই মাস অতিবাহিত এবং জুলাই গ্রাফিতি সহ ছাত্ররাজনীতির বিরুদ্ধে অঙ্কিত সকল গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে আগামীকালকের কর্মসূচি- "শোকের গ্রাফিতিতে এক দফার ডাক"
১৮ই ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও যুবদলের বর্বর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসের দেয়ালে বিভিন্ন প্রতিবাদী গ্রাফিতি অঙ্কন করেন। কিন্তু কর্তৃপক্ষ সেই প্রতিবাদের ভাষা মুছে দেয়। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় অঙ্কিত গ্রাফিতিগুলোরও বিলুপ্তি ঘটানো হয়। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসের দেয়ালে পুনরায় গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি ঘোষণা করেন।
সর্বশেষ আপডেট পেতে যুক্ত থাকুন কুয়েট ১৯-এর অফিসিয়াল ফেসবুক পেজের সাথে।