প্রেস রিলিজ
১৪ এপ্রিল ২০২৫
কুয়েট শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সারাদেশের শিক্ষার্থীদের একাত্ম হওয়ার আহ্বান
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দীর্ঘদিন ধরে অকারণে বন্ধ রেখে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার ফলে শিক্ষার্থীরা মানসিক, একাডেমিক ও সামাজিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে কুয়েট শিক্ষার্থীরা ১৩ এপ্রিল "লং মার্চ টু কুয়েট" কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে ফেরার ঘোষণা দেয় এবং সম্মিলিতভাবে ক্যাম্পাসে ফিরে আসে।
প্রথমে প্রশাসন শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দিলেও, শিক্ষার্থীদের প্রবল চাপে তা ভেঙে পড়ে এবং অবশেষে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু বর্তমান ভিসি (যিনি শিক্ষার্থীদের দ্বারা অবাঞ্ছিত হিসেবে চিহ্নিত) প্রফেসর ড. মুহাম্মদ মাসুদ প্রশাসনের প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন। শিক্ষার্থীরা হলে প্রবেশের অনুমতি চাইলেও প্রশাসন রাত ৮টা পর্যন্ত সময় পাওয়ার পরও হল খুলে দেয়নি।
ফলে শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে প্রশাসনিক ভবনের সামনে রাত্রিযাপনের সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী অবস্থান নেয়।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীরা কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়, যাতে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়। এই হামলার ঘটনায় এখনো কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, বরং উল্টো আহত শিক্ষার্থীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
আমরা, কুয়েট শিক্ষার্থীরা, এ অমানবিক, অগণতান্ত্রিক এবং শিক্ষাবিরোধী অবস্থার বিরুদ্ধে সর্বাত্মকভাবে প্রতিরোধ গড়ে তুলছি। আমাদের এই ন্যায্য দাবির আন্দোলনে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের, কলেজের, পলিটেকনিক ইনস্টিটিউটের ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি আমাদের পাশে থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
শিক্ষা আমাদের অধিকার, প্রশাসনের দোয়া নয়।
ভিসির অপসারণ এবং হল খুলে দেওয়ার দাবিতে,
আমরা এক, আমরা দৃঢ়, আমরা কুয়েট।
-- সকল শিক্ষার্থীবৃন্দ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়