"প্রহসনমূলক তদন্ত কমিটি" নিয়ে কুয়েটের সকল শিক্ষার্থীবৃন্দের স্পষ্ট অবস্থান:
আমরা গত ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ এর প্রেস রিলিজে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, বর্জনকৃত ভিসি দ্বারা নিয়োগকৃত তদন্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করেছি, কারণ তদন্ত কমিটি গঠন করার বিষয়ে শিক্ষার্থীদের সাথে কোন প্রকার আলোচনা করা হয়নি; কোন শিক্ষার্থী প্রতিনিধি রাখা হয়নি এবং মাসুদ স্যার তার আস্থাভাজন এবং আন্দোলনে বিতর্কিত ভূমিকা পালন করা শিক্ষকদের নিয়েই তদন্ত কমিটি গঠন করেছেন। এরকম প্রহসনমূলক তদন্ত কমিটি আমরা ফ্যাসিবাদী স্বৈরাচারের আমলে দেখতে পেয়েছিলাম, যেগুলো মূল উদ্দেশ্যই হচ্ছে আন্দোলনকে নস্যাৎ করা।
তদন্ত কমিটি প্রত্যাখ্যানের পাঁচ দিন পরও, এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি; তদন্ত কমিটি বিলুপ্ত করা হয়নি, এতে আমরা সকলেই গভীরভাবে শঙ্কিত। আমরা কুয়েটের সকল শিক্ষার্থীরা মনে করছি, বিগত ফ্যাসিবাদী সরকারের মত প্রহসনমূলক তদন্ত কমিটি, নিরপরাধ শিক্ষার্থীদের হেনস্থা করে, যেকোনো উপায়ে আমাদের ন্যায্য আন্দোলনকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত আছে।
ফ্যাসিবাদী কায়দায় গঠিত উদ্দেশ্য প্রণোদিত, প্রহসনমূলক তদন্ত কমিটিকে আমরা ঘৃণাভরে ভরে প্রত্যাখ্যান করছি এবং তদন্ত কমিটি দ্বারা প্রকাশিত কোন রিপোর্ট কিংবা আদেশ এবং এই তদন্তের প্রেক্ষিতে সিন্ডিকেট মিটিংয়ের কোনো সিদ্ধান্ত আমরা কুয়েটের পাঁচ ব্যাচের কোনো শিক্ষার্থীই, কখনোই মেনে নেব না।
আমরা প্রধান উপদেষ্টার প্রতি আকুল আবেদন জানাচ্ছি, এই তদন্ত কমিটি যেন শিক্ষার্থীদের নিয়ে কোন প্রকার চক্রান্ত না করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে এবং আমাদেরকে অতি দ্রুত নতুন অভিভাবক উপহার দিতে। আমরা আমাদের নতুন অভিভাবকের অধীনে নিরপেক্ষ ও কার্যকর তদন্ত কমিটি গঠনের অপেক্ষায় রয়েছি।
সকল শিক্ষার্থীবৃন্দ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়